English
গ‌্যালারী যোগাযোগ লগইন
Photo

মুঃ রুহুল আমিন সরকার

প্রধান শিক্ষক

Job Typeনিয়মিত
MPO Statusএমপিও
Index NumberR555731
Subjectপ্রযোজ্য নয়
Phone01309121119
Emailrahmathpurmm@gmail.com
Social Link

প্রধান শিক্ষকের বক্তব্য

রহমতপুর মঞ্জুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
গাইবান্ধা সদর, গাইবান্ধা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শিক্ষা মানুষকে আলোকিত করে, সচেতন করে তোলে, এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকনির্দেশনা দেয়। এই বিশ্বাস থেকেই রহমতপুর মঞ্জুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তার যাত্রা শুরু করেছিল — এলাকার শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে।

আমাদের বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১০০০ জন শিক্ষার্থী (বালক ও বালিকা) অধ্যয়নরত, যারা প্রতিদিন সুশৃঙ্খল ও মননশীল পরিবেশে পাঠ গ্রহণ করছে। বিদ্যালয়ের একদল অভিজ্ঞ, মেধাবী ও যত্নশীল শিক্ষক শিক্ষাদানের মহান ব্রতে নিয়োজিত আছেন। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সংস্কৃতি এবং ক্রীড়াচর্চার ক্ষেত্রেও আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ দিয়ে থাকি।

আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং প্রতিটি শিক্ষার্থীকে একটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা, যার ভেতরে থাকবে দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও সমাজের প্রতি দায়বদ্ধতা।

প্রযুক্তির এই যুগে আমাদের এই ওয়েবসাইটটি বিদ্যালয়ের তথ্য, নোটিশ, ফলাফল, ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সহজে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। আমি বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মটি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সহায়ক হবে।

পরিশেষে, সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একত্রে আমরা আমাদের এই প্রিয় বিদ্যাপীঠকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারব — ইনশাআল্লাহ।

ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
রহমতপুর মঞ্জুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
গাইবান্ধা সদর, গাইবান্ধা।